বিশ্ব প্রতিবন্ধী দিবসে নন্দীগ্রাম হরিপুরে শীত বস্ত্র বিতরণ শুভেন্দু অধিকারীর.

শুভকল্যাণ বিশ্বাস, নন্দীগ্রাম -আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে নন্দীগ্রাম হরিপুরে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের ফুল এবং শীতবস্ত্র বিতরণ করলেন নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী.
 এদিনের এই অনুষ্ঠানে  কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে.  শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা নন্দীগ্রামের বুকের দিন দিন বেড়েই চলেছে. আজ প্রতিবন্ধী দিবসে সেটাও পরিপূর্ণভাবে লক্ষ্য করা গেল.
শুভেন্দু অধিকারীর সভা মঞ্চ থেকে বলেন, বিশেষ ক্ষমতা সম্পন্ন কিছু মানুষকে উপহার দিয়ে সম্মাননা প্রদান করতে পেরে আপ্লুত। আজকের এই বিশেষ দিনে সমাজের সর্বস্তরে প্রতিটি ক্ষেত্রে দিব‍্যাঙ্গদের অংশগ্রহনের পরিবেশ তৈরি করার লক্ষ‍্যে সমাজের প্রত‍্যেক বর্গের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।

Comments