কলকাতা কর্পোরেশনে রেকর্ড করে একটানা 30 বছর ধরে জয়ী মীনা দেবী কিন্তু কি ভাবে?

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - কলকাতা কর্পোরেশনের নির্বাচনে একটানা 30 বছর ধরে  22 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মীনা দেবীর পুরোহিত. তিনি ডাবল হ্যাটট্রিক করলেন. বিজেপির তিনজন প্রার্থী জয়ী হয়েছেন. 22 নম্বর ওয়ার্ড থেকে মীনা দেবীর পুরোহিত,23 নম্বর ওয়ার্ড থেকে বিজয় ওঝা ও 50 নম্বর ওয়ার্ড থেকে সজল ঘোষ বিজেপির টিকিটের জয়লাভ করেছেন. চেষ্টা করেও তৃণমূলে তিনটি ওয়ার্ডের বিজেপি কে হারাতে পারলো না তার কারণ এই তিন প্রার্থীর  জনসংযোগ তৃণমূল নেতাদের থেকে অনেক বেশি ছিল ওয়ার্ডের মধ্যে. 23 নম্বর ওয়ার্ড থেকে পরপর তিনবার জয়লাভ করলেন বিজয় ওঝা.তিনিও হ্যাটট্রিক করলেন. 50 নম্বর ওয়ার্ড থেকে প্রথম বিজেপি জয়লাভ করলো. আর যিনি জয়লাভ করলেন তিনি সজল ঘোষ তৃণমূলের সঙ্গে অনেক কঠিন লড়াই করে নিজের ওয়ার্ডে জয়লাভ করেছেন. সজল ঘোষকে পুলিশি হেনস্তা করার পরেও তিনি যেভাবে জয়লাভ করেছেন এই জয় তৃণমূলকে মোটেই স্বস্তি দেবে না.
 সজল ঘোষকে যেভাবে তৃণমূল  অত্যাচার করেছে সেই অত্যাচারের জবাব তিনি দিয়েছেন এই ওয়ার্ডে জয়লাভ করে. কিন্তু  বিজেপির আরো কিছু ওয়ার্ডে  জয়লাভ করা উচিত ছিল. আন্দাজ করা যাচ্ছিল 10 থেকে 12 টি ওয়ার্ডে বিজেপি জয়লাভ করবে. কিন্তু সেটা সম্ভব হয়নি  কেন এই নিয়ে বিজেপির অন্দরে পর্যালোচনায় শুরু হয়েছে.

Comments