পশ্চিমবঙ্গ জুড়ে পেট্রোল পাম্পের সামনে অবস্থান-বিক্ষোভ বিজেপির

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে অবস্থান-বিক্ষোভ করে বিজেপি নেতৃত্ব. পেট্রোলের ভ্যাট মূল্য কমাতে হবে এই দাবি নিয়ে বিজেপির অবস্থান বিক্ষোভ করে. বিজেপির MLA,  জেলা নেতা ও রাজ্য নেতারাও পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করে.

Comments