শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - আজকে পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করল বিজেপি. বারবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল যেভাবে সরব হয়েছে অথচ পেট্রোলের মূল্য কেন্দ্র 10 টাকা কমিয়ে দেওয়ার পরেও রাজ্য দাম কমাচ্ছে না. এই ইস্যু নিয়ে আজকে তারা রাজপথে.
কেন্দ্র যখনই পেট্রোলের দাম 10 টাকা কমিয়ে দিল সঙ্গে সঙ্গে 22 টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও পেট্রোলের দাম কমিয়ে দিল.
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পেট্রোলের দাম কমাচ্ছে না. অথচ বারবার পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন সরব হয়েছিলেন এটাই প্রশ্ন রাখছে বিজেপি নেতৃত্ব.
সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্যই কেন্দ্র যখন এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তখন সেই সিদ্ধান্ত কেন গ্রহণ করছে না কেন এটাই এখন সাধারন মানুষের মনে প্রশ্ন জাগছে.
আজকে রাজপথে বিজেপির মিছিলে প্রচুর বিজেপির কার্যকর্তা কর্মীদের দেখা গেল. বিধানসভা উপনির্বাচনে বিজেপি ফল খারাপ হলেও আজকের আন্দোলনে তার কোনো প্রভাব পড়তে দেখা গেল না.
নতুন রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার এর নেতৃত্বে আজকে যেভাবে সফল প্রতিবাদ মিছিল দেখা গেল কলকাতার রাজপথে তাতে বিজেপি যে পশ্চিমবঙ্গে দমে যায়নি এটাই তার প্রমান.
Comments
Post a Comment