প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় কে শেষ বারের মত শ্রদ্ধা জ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারী.

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী  সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে. সুব্রত মুখোপাধ্যায় একজন যোগ্য রাজনীতিবিদ ছিলেন.  তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেক পথকে অলংকৃত করেছেন. পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার শূন্যস্থান পূরণ করার মতন রাজনৈতিক নেতৃত্ব খুবই কম আছে বর্তমানে.
 আজ তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা একসময় তার সহযোগী শুভেন্দু অধিকারী.

 বিধানসভার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব কে দেখা গেল প্রয়াত সুব্রত  মুখোপাধ্যায় কে শ্রদ্ধা জানাতে.
 এদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান,
মাননীয় সুব্রত মুখোপাধ্যায় মহাশয়ের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। ওনার পার্থিব শরীরে আজ মাল্যদান করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলাম। ওনার চলে যাওয়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগতভাবে আমি কৈশোর থেকে ওনার সান্নিধ্য পেয়েছি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার অমরত্ব কামনা করি এবং ওনার পরিবার শুভানুধ্যায়ী ও অনুরাগীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। ঈশ্বর ওনার পরিবার পরিজনদের এই শোক সহ্য করার ক্ষমতা দিক।

Comments