বরিশাল মহাশ্মশানে ভূত চতুর্দশী পালন করল হিন্দুরা.

সুজিত বিশ্বাস, বাংলাদেশ, বরিশাল, - আজ ভূত চতুর্দশীর দিন বাংলাদেশের বরিশাল মহাশ্মশানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের তাঁদের পূর্বপুরুষদের সমাধিতে দ্বীপ জ্বালাতে দেখা গেল.
 হিন্দু শকাব্দ অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন কে ভুত চতুর্দশী বলা হয়.
 অর্থাৎ কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়. দুর্গাপূজার সময় থেকে এখনো পর্যন্ত  হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর জিহাদী  মৌলবাদী শক্তির অত্যাচার এখন সামান্য হলেও থেমেছে.
  আজকে  উদাহরণ হিসেবে এটা তুলে ধরা যেতে পারে বরিশালের মহাশ্মশানে দ্বীপ জ্বালানোর ঘটনা. পুরুষদের স্মৃতির উদ্দেশ্যে দ্বীপ  জ্বালাতে ব্যস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা.
 বরিশাল নিবাসী সুমন হালদার জানান, ভূত চতুর্দশী একটি বাঙালি হিন্দু উৎসব. কালীপুজোর আগের দিন এই উৎসব পালন করা হয়ে থাকে. বাংলাদেশ বরিশাল মহাশ্মশানে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে সমাধিতে  প্রদীপ জ্বালিয়ে থাকেন.

Comments