কি ভাবে আই সি সি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়. জানুন বিস্তারিত.

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - সৌরভ গাঙ্গুলীর 1992 সালে ক্রিকেটে অভিষেক হলেও সেভাবে পরিচিতি পায়নি তখন তিনি. তার টেস্ট অভিষেক 1996 সালের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে. ইংল্যান্ডের বিপক্ষে রাজকীয় সেঞ্চুরি করে তিনি অভিষেক করেন টেস্ট ক্রিকেটে. দ্বিতীয় টেস্টেও তিনি সেঞ্চুরি করেন.  ভারতীয় টেস্ট ক্রিকেটে যখন ডামাডোল অবস্থা এবং বিশ্ব ক্রিকেটে ব্যাটিং কেলেঙ্কারি নিয়ে শোরগোল. সেই সময় ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন আজহারউদ্দিন ও অজয় জাদেজা ব্যাটিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া. পরবর্তীকালে শচীন টেন্ডুলকারের অধিনায়কত্বে ভারতের খারাপ পারফর্মেন্স এর কারনেই সৌরভ গাঙ্গুলীর জন্য অধিনায়কত্বের রাস্তা খুলে যায়.

ভারতীয় ক্রিকেটের নির্বাচন কমিটির পূর্বাঞ্চলের নির্বাচক সম্বরন ব্যানার্জির প্রচেষ্টায় সেদিন সৌরভ গাঙ্গুলীর টেস্ট অভিষেক হয়েছিল. আর সেই সময়ের আইসিসির প্রেসিডেন্ট ছিলেন যখন ডালমিয়া. জগমোহন ডালমিয়ার খুবই স্নেহধন্য ছিলেন সৌরভ গাঙ্গুলী.সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট কে একটা আলাদা পরিচিতি দিয়েছে. এক ঝাঁক ভারতীয় ক্রিকেট নক্ষত্র কে তিনি নেতৃত্ব দিয়েছেন. সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন এখনো.  তার ক্যাপ্টেন্সিতে যারা খেলেছেন তারা প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ থাকেন সর্বদা. সচিন থেকে শেহবাগ যুবরাজ থেকে কাইফ, জাহির,লক্ষণ,  হরভজন সিং. প্রত্যেকেই সৌরভ গাঙ্গুলী ক্রিকেট অধিনায়কত্বে প্রশংসা করেছেন বারংবার.

1999 সালে বিশ্বকাপ ক্রিকেট জিততে না পারলেও ফাইনালে পরাজিত হয়েছিলেন অস্ট্রেলিযার কাছে.  সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে আইসিসির ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত. বিদেশের মাঠে টেস্ট সিরিজে ধারাবাহিকভাবে জিততে শুরু করেছে ভারত তার অধিনায়কত্বে. তিনি সকলের প্রিয় দাদা.  তিনি হলেন প্রিন্স অফ ক্যালকাটা.  রাহুল দ্রাবিড় কথা অনুযায়ী, তিনি হলেন ক্রিকেটের অফ সাইডের ভগবান. তার বর্ণনায় চরিত্রে একাধিক মানুষের অবদান রয়েছে. আজ তিনি বেহালার  বাড়ি থেকে পৌঁছে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন. তার এই সাফল্য খুব সহজে আসেনি. তার ক্রিকেট ক্যারিয়ারে  অসংখ্য এমন রেকর্ড আছে যা ভাঙ্গা প্রায় অসম্ভব.

তিনি একটানা ওয়ানডে ম্যাচে পরপর চারবার ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে. একই দলের বিরুদ্ধে একটি সিরিজের পরপর চারবার ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার  নজির ক্রিকেট বিশ্বে কোন ক্রিকেটার অর্জন করতে পারবে কিনা  সন্দেহ আছে.

সৌরভ গাঙ্গুলী 113 টি টেস্ট ম্যাচ খেলে 7212 রান করেছেন এবং 311 টি ওয়ানডে ম্যাচ খেলে 11 363 রান করেছেন. তিনি 16 টি শতক ও 35 টি হাফ সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে. একদিনের ক্রিকেটে তিনি 22 টি সেঞ্চুরি এবং 72 টি হাফ সেঞ্চুরি করেছেন. তিনি মোট 424 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন. আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট 18,575 রান করেছেন.

 ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন
ক্রিকেট কে পরিচালনা করছেন. সেই কারণেই আইসিসি ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত করলো সকল দেশ মিলে সৌরভ গাঙ্গুলী কে.
 আইসিসি ক্রিকেট কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে সৌরভ গাঙ্গুলী বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছে. তার একসময়ের সতীর্থ যারা একসাথে ক্রিকেট খেলেছেন তারা প্রায় সকলেই খুশি সৌরভ গাঙ্গুলী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য.

Comments