স্বরুপনগরে শাড়াপুল পোলতায় ধর্ম সন্যাসি মেলায় ভাঙা হল মহাদেবের মূর্তি. রাতের অন্ধকারে ভেঙে দিল কারা?

সুমন দে, স্বচ্ছ বার্তা, স্বরূপ নগর - আজ স্বরূপনগর বিধানসভার শাড়াপুল পলতা এলাকায় সন্যাসী মেলার দেবাদীদেব মহাদেবের মূর্তি ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে.
               উল্লেখ থাকে,

স্বরুপনগর থানার, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা, দাস পাড়ার রাস পূর্ণিমা ৩০০ বছরের পুরানো ৷ পুজোর আর মাত্র ১ টা দিন হাতে সময় ৷ গতকাল রাত ২ (আনুমানিক) নাগাদ কিছু  দুষ্কৃতি প্রতিমা ভাঙচুর করে চলে যায় ৷  তারপর সকাল হতেই ঘটনাটা মানুষের চোখে পড়তেই এলাকায় উত্তেজনা শুরু হয় ৷ তারপর শুরু হয় পুলিশি পদক্ষেপ— আজকের এই ঘটনায়  আন্দোলনের অগ্রভাগে থাকা কিছু  হিন্দুদের  গ্রেফতার করা হয়. তারা হলেন- (সুশান্ত দাস, মোহন দাস, কাঙাল দাস ও দীপক দাস) ৷ পরে অবশ্য তাদেরকে ছেড়েও দিয়েছে  পুলিশ.এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশি. ৷ সমগ্র হিন্দু এলাকা জুড়ে এখনো পর্যন্ত রয়েছে চরম উত্তেজনা ৷ এই ঘটনার পর হিন্দুদের ঐক্যবদ্ধ করে ফেলেছে এলাকায়. কোন রাজনৈতিক রঙ না দেখেই হিন্দুরা একত্রিত হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ শুরু করেছে.
দুই - চার বছর ধরে পশ্চিম বাংলার বেশ কিছু ব্লকে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধার সৃষ্টি করছে একদল জেহাদী মৌলবাদীরা. এটা বেশ চিন্তার বিষয় হয়ে উঠেছে বাংলায়.

Comments