শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - আজ বিরসা মুন্ডার 146 তম জন্মজয়ন্তী উপলক্ষে বনগাঁর দক্ষিণ বিধানসভার পাল্লা বাজারে বিরসা মুন্ডার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বিধায়ক স্বপন মজুমদার এবং তাঁর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল. এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী নৃত্য, তারপরে আবক্ষ মূর্তি উন্মোচন, শেষে ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়.
এক দিনের এই ফুটবল টুর্নামেন্টে স্থানীয় মানুষজন প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে খেলা দেখতে হাজির হয়েছিল.
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বপন মজুমদার বলেন,পিছিয়ে পরা মানুষের জন্যে বিরসা মুন্ডাজীর অবদান অনস্বীকার্য.
Comments
Post a Comment