কেন আজ পশ্চিমবঙ্গ বিধানসভার চত্বরে বিজেপি বিধায়দের মোমবাতি মিছিল?

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী দুর্গাপুজো কে কেন্দ্র করে শে দেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সে বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের নীরবতা বিজেপি বিধায়কদের ব্যথিত করে তুলেছে.
 স্পিকার নীরবতা থাকার কারণে বিজেপি বিধায়ক দল আজ বিধানসভা চত্বরে মোমবাতি মিছিল করে প্রতিবাদ করলেন.

 যদি দলনেতার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মোমবাতি মিছিল হল বিধানসভায় চত্বরে. পশ্চিম  বঙ্গের ইতিহাসে বিধানসভার চত্বরে এর আগে এইভাবে কেউ মোমবাতি মিছিল করে নি.

Comments