উত্তরপ্রদেশে 63 টি উদ্বাস্তু হিন্দু বাঙালি পরিবারের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করল যোগী সরকার.

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - 1970 সালে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত 63 বাঙালি হিন্দু পরিবারের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করলে উত্তরপ্রদেশের যোগী সরকার.
 63 টি পরিবারের বাসস্থান ও চাষাবাদের জন্য 121 হেক্টর জমির ব্যবস্থা করলেন যোগী সরকার.
 বাংলা দেশের স্বাধীনতা যুদ্ধের সময়  বাংলাদেশের বাড়িঘর ছেড়ে দিয়ে উত্তরপ্রদেশের আশ্রয় নিয়েছিল. সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন. আর যদি সরকার তাদের বাসস্থান এবং চাষাবাদের জন্য  121 হেক্টর জমির ব্যবস্থা করলেন. পাশাপাশি পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আগামী দিনে.

Comments