ভারত -পাকিস্তান ম্যাচে ভারতের পরাজয়ে পশ্চিম বাংলার কোথায় কোথায় বাজি ফুটলো?

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - গতকাল ভারত পাকিস্তান T20 ম্যাচ শেষে ভারতের পরাজয়ে বিজয় উৎসব পালন করা হয়েছে. ভারতের জাতীয় পতাকার উপর পা রেখে পাকিস্তানের অধিনায়ক এর ছবির উপরে মালা ঝুলানো হয়েছে.
 প্রথমবারের মতো ভারতকে বিশ্বকাপের মঞ্চে হারিয়েছে পাকিস্তান. তারা ভারতকে 10 উইকেটে হারিয়েছে. যেটা তাদের কাছে খুব গর্বের বিষয়. টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম ম্যাচ থেকেই খুবই আকর্ষণীয় হতে চলেছে. মূলপর্বে দুটি দল আবার সামনাসামনি  আসতে পারে যদি কিনা সময় বলবে.
 কিন্তু ভারতের এই পরাজয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজয় উল্লাস হয়েছে. পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সোনাগেছে.
 পশ্চিমবঙ্গের একাধিক জেলার বিভিন্ন গ্রামে ও মফস্বল শহরে এই দেশদ্রোহী কাজকর্ম হতে দেখা গেছে.
 ভারতের মোট 739 টি জেলার মধ্যে 132 টি জেলায়  পাকিস্তানি সমর্থকদের সংখ্যা বেশি. এককথায় দেশদ্রোহীদের সংখ্যা উল্লেখযোগ্য. সবার আগে প্রশাসনের দ্বারা এদের ব্যবস্থা করা প্রয়োজন. আসাম,কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা ও দিল্লির বিভিন্ন জায়গায় ভারতের পরাজয়ে বিজয় উল্লাস লক্ষ্য করা গেছে.
 পশ্চিমবঙ্গের চারটি জেলায় প্রায় সিংহভাগ স্থান জুড়ে ভারত-পাকিস্তান ম্যাচের শেষে বাজির আওয়াজ শোনা গেছে.

 মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ,ভগবানগোলা, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, ফারাক্কা, রঘুনাথগঞ্জ, সুতি, রেজিনগর, ডোমকল, বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা বিধানসভার বিভিন্ন এলাকায় ম্যাচের শেষে বাজির শব্দ শোনা গেছে. খেলা শেষে সারারাত ধরে বাজির আওয়াজ শোনা গেছে.

 উত্তর 24 পরগনা জেলার বসিরহাট, বাদুড়িয়া, সন্দেশখালি, গুমা -বিরা, মধ্যমগ্রাম, দত্তপুকুর,স্বরূপনগর, ভাটপাড়া বিধানসভা, আমডাঙ্গা, নোয়াপাড়া, দেগঙ্গা, হাড়োয়া ও হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় বাজি ফাটতে দেখা গেছে. এছাড়া বনগাঁ মহকুমার পাইকপাড়া, বাজুতলা, বোয়ালদহ, ভিড়ে, শহিসপুর, সুন্দরপুর, গাঁড়াপোতা পঞ্চায়েত এর কমলাপুর, ধর্মপুকুরিয়া পঞ্চায়েত এর সন্দেশখালী, মনিগ্রাম, 

নদিয়া জেলার, করিমপুর বিধানসভা ও চাপড়া বিধানসভার প্রায় 40% গ্রামের বিভিন্ন জায়গায় রাতভর বাজির আওয়াজ শুনতে পাওয়া গেছে.
কোলকাতার রাজাবাজার, মেটিয়াব্রুজ, পার্কসার্কাস, মুচিবাজার, খিদিরপুরপুর, ভাঙ্গড়, হাওড়া  গ্রামীণ এলাকায়, লিলুয়া, বজবজ,

 দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, গোসাবা, বাসন্তী, মগরাহাট, বারুইপুর পূর্ব, বাসন্তী ও কুলপি বিধানসভার বিভিন্ন এলাকায় বাজির শব্দ শোনা গেছে.

Comments