আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করলো স্বামীত্ব যোজনা প্রকল্প ( E property Card ).কি কি সুবিধা আছে এই কার্ডেও.

ওয়েবডেস্ক, স্বচ্ছ বার্তা -
     আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে  স্বামীত্ব যোজনা প্রকল্পের উদ্বোধন করেন. এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বসবাসকারী ক্ষুদ্র চাষীদের খুবই উপকার হবে. তাদেরকে দেওয়া হবে( E প্রোপার্টি কার্ড ).
এই কার্ডের মাধ্যমে চাষিরা খুব সহজে ঋণ পাবেন. গ্রামীণ এলাকায় সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠা করতে সর্বভারতীয় পর্যায়ে লাগু হবে এই কার্ড.  এই স্কিম এর মাধ্যমে গ্রামীণ উন্নয়নে ভালো বাস্তুতন্ত্র গড়ে তুলতে সাহায্য করবে.
প্রকল্প উদ্বোধনের সময় তার সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান.
 ইতিমধ্যে দেশের 30 হাজার গ্রামের মধ্যে  এক কোটি 70 লক্ষ ) হাতে( E প্রপার্টি কার্ড তুলে দেওয়া হয়েছে. ড্রোনের মাধ্যমে জমি পরিমাপের কাজ শুরু হয়েছে.
 প্রকৃত চাষী যারা তাদের তথ্য সংগ্রহ হবে ড্রোনের মাধ্যমে.

Comments