মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বস্ত্র বিতরণ ঠাকুরনগরে

শুভকল্যাণ বিশ্বাস, গাইঘাটা, স্বচ্ছ বার্তা -
দূর্গাপূজা উপলক্ষে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে দুস্থ গ্রামবাসীদের বস্ত্র বিতরণ করা হয়.    মতুয়া মহাসঙ্ঘের  পুরোধা  শান্তনু ঠাকুর  এর উদ্যোগে এই বস্ত্রর বিতরণ.  কয়েকশো গ্রামবাসীদের বস্ত্র দান করা হয়. জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে তাকে    সংবর্ধনা দেওয়া হয়েেছিল.  তিনি দুস্থ গ্রাম বাসীদের  গতবার দুর্গাপূজাতেও বস্ত্রত্র বিতরণ করেছিলেন. বনগাঁ লোকসভার মানুষের দাবী অসহায়  মানুষের পাশে এইভাবে তিনি দাঁড়ান .  মাতৃ সেনার  পক্ষ থেকেে গতবার এই বস্ত্র বিতরণ করা হয়েছিল. শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর, সোমাা ঠাকুর, মা ছায়ারানী ঠাকুর, শান্তনু ঠাকুর এর পার্সোনাল সেক্রেটারি  তনময় বিশ্বাস সকলে মিলে অসহায় মানুষদের হাতেে  বস্ত্র তুলে দেন  দেন. তনময় বিশ্বাস বলেন,  মাতৃ সেনা এইভাবেই সারা বছর কাজ করে চলবে. ছাত্র যুবা ও মাতৃ সেনা মতুয়াা সমাজের উন্নয়নে কাজ করবে. 

Comments