নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তরফ থেকে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার কে সংবর্ধনা.

পিঙ্কি চ্যাটার্জী, নদিয়া, স্বচ্ছ বার্তা - আজ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে নব নির্বাচিত কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কে সংবর্ধনা দেওয়া হয়.
এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অশোক চক্রবর্তী, রানাঘাট লোকসভার লোকপ্রিয় সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার,রানাঘাট পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়, হরিণঘটার বিধায়ক কবিয়াল অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের প্রাথী নিরঞ্জন বিশ্বাস, জেলা কৃষাণ মোর্চার সভাপতি অশোক বিশ্বাস সহ অনেকে. 
জগন্নাথ সরকার সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজের সার্বিক পরিস্থিতি একদমই ভালো জায়গায় নেই. ওপার বাংলায় আমার হিন্দু ভাইরা বিপদে আছে. তাদের পাশে দাঁড়াতে হবে.
আর উপনির্বাচনে আমাদের লড়াই করে জিততে হবে. মানুষ আমাদের সাথে আছে. শুধু মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে আমাদের.

Comments