সন্তোষপুর লেক পল্লীর পূজা উদ্বোধনে মন্ত্রী অরূপ বিশ্বাস.

দীপশিখা ব্যানার্জী, যাদবপুর, স্বচ্ছ বার্তা -
সন্তোষপুর লেক পল্লীর পূজার উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস.অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোম্বের নবাগত নায়িকা লিজা সিং.
 পূজা কমিটির সভাপতি গোপাল দাস জানান, আমাদের পূজার ঐতিহ্য কলকাতার মধ্যে অন্যতম.
সন্তোষপুর লেক পল্লীতে সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষের বসবাস বেশি. এখানকার মানুষ ভারতীয় সংস্কৃতি কে আপন করে নিয়েছে. আমাদের পুজো তারই একটি নিদর্শন.

Comments