শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বারাসাত - দমদম পার্কে জুতো দিয়ে প্যান্ডেল বানানোর প্রতিবাদে বিশ্ব হিন্ধু পরিষদের মিছিল বারাসাতে. ইতিমধ্যে এই পুজো কমিটিকে আইনি নোটিশ দিয়েছে হাইকোর্ট. সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে. হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে এই পুজো কমিটি. অথচ পুজো কমিটির প্রধান উদ্যোক্তা এই থিমের তার কোনো মাথাব্যথা নেই সমালোচনার. তিনি এই সমালোচনাাকে পাত্তাই দিচ্ছেন না .
উল্টে তিনি বলছেন শিল্পী স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হচ্ছে.
কিন্তু এই পুজো কমিটির কাছে প্রশ্ন, হিন্দু ধর্মকে নিয়ে কেন কাটাছেঁড়া করছে বিভিন্ন শিল্পীরা.
মুসলমান ধর্মকে নিয়েই কাঁটাছেঁড়া করার সাহস দেখাতে পারবেন তো কোনো শিল্পী .
বাকস্বাধীনতার নামে যেভাবে বিভিন্ন বুদ্ধিজীবীরা হিন্দু ধর্মকে নিয়ে ছেলেখেলা শুরু করেছে তাতে অচিরেই বড়োসড়ো প্রতিবাদের ঝড় উঠতে পারে. এই সমস্ত শিল্পীদের বিরুদ্ধে.
এই বাংলায় যেভাবে হিন্দু ভাবাবেগে আঘাত করা হচ্ছে একের পর এক সেটা হত হিন্দু সম্প্রদায়ের মানুষ চুপ করে সহ্য করছে. এমন সময় আসবে তখন আর তাদের বাঁধন ধরে রাখা সম্ভব হবে না.
Comments
Post a Comment