পিংকি চ্যাটার্জী, নদীয়া, স্বচ্ছ বার্তা -
আজ আড়পাড়া অঞ্চলের কিছু দুস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দিলেন কলকাতা নিবাসী ভৌমিক পরিবার. প্রায় 200 মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন ভৌমিক পরিবারের সদস্যরা. আজকের এই বস্ত্র দান অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার.
উপস্থিত ছিলেন ভৌমিক পরিবারের ডঃ অসিত ভৌমিক, ডক্টর প্রীতি ভৌমিক, কৃষ্ণকলি ভৌমিক, অসিতাব ভৌমিক সহ অন্যান্য অনেকে.
Comments
Post a Comment