চাঁদা ডায়মন্ড ক্লাবের পুজোর প্যান্ডেলের থিম লক্ষীর ভান্ডার.

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বনগাঁ -
 চাঁদা ডায়মন্ড ক্লাব ঐতিহ্যবাহী অনেক পুরনো ক্লাব. প্রতিবছর কোন না কোন থিমের প্যান্ডেল তারা তৈরি করে থাকে. এবার তাদের সেরা আকর্ষণ লক্ষীর ভান্ডার. যেখানে দমদম পার্কে  জুতো দিয়ে প্যান্ডেল  বানিয়ে হিন্দুদের রোষানলে পড়েছিল এই পুজো  কমিটি, সেখানে এই লক্ষী ভান্ডার প্যান্ডেল টি  কিছুটা হলো মান রক্ষা করেছে হিন্দু ভাবাবেগের.

Comments