মনোনয়নপত্র জমা দিলেন শান্তিপুরের বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস

পিংকি ব্যানার্জি, স্বচ্ছ বার্তা, নদিয়া -
 আজ শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের নমিনেশন দাখিল করলেন বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস. শান্তিপুর বিধানসভা থেকে জগন্নাথ সরকার জয়লাভ করেছিলেন . তিনি জয়লাভ করার পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেন. জগন্নাথ সরকার রানাঘাট লোকসভাার সাংসদ. দল তাকে শান্তিপুর বিধানসভায় ভোটে দাঁড়াতে বলেছিলেন. দলের দলের কথার মর্যাদা দিয়ে তিনি শান্তিপুর  বিধানসভার থেকে  জয়লাভ করেছিলেন. যেহেতুুুু বিজেপি রাজ্যে ক্ষমতায় আসেনি তাই হয়তো জগন্নাথ সরকার বিধায়়়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন. বিজেপি রাজ্য ক্ষমতায় আসলে তিনি হয়তো রাজ্যের মন্ত্রী হতেন.
 নিরঞ্জন বিশ্বাস জগন্নাথ সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত. নিরঞ্জন বাবু নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক. দীর্ঘদিন ধরে সংগঠনটা করছে. এবং তিনি একজন স্বয়ংসেবক.
 আজকের নমিনেশনে উপস্থিত ছিলেন, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, জেলার সভাপতি অশোক  চক্রবর্তী, জেলা যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্ব.

Comments