বিশ্বহিন্ধু পরিষদ ও হিন্ধু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ি বিক্ষোভ মিছিল

বাসুদেব পাত্র, স্বচ্ছ বার্তা, শিলিগুড়ি - বাংলাদেশে হিন্ধুদের উপর অমানবিক অত্যাচারের প্রতিবাদে আজ শিলিগুড়িতে বিশ্ব হিন্ধু পরিষদ ও হিন্ধু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়.মিছিল শুরু হয় শিলিগুড়ির ভেনাস মোড়় থেকে মহানন্দা সেতু হয়ে জংশন পার হয়ে মহকুমা শাসকের অফিসে  প্রতিবাদ পত্র জমা করে বিশ্ব হিন্দু পরিষদ  ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্ব বৃন্দ. 

Comments