পিঙ্কি ব্যানার্জী, স্বচ্ছ বার্তা, বগুলা -
আজ নদিয়া জেলার বগুলা 38 নং মন্ডলের উদ্যোগে বস্ত্র ও রক্তদান শিবির করা হয়. শিবিরে প্রায় 50 জন দাতা রক্তদান করেন. এছাড়া এই শিবির থেকেই প্রায় 200 জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়. মন্ডল সভাপতি তিলক বর্মন এর নেতৃত্বে রক্তদান - বস্ত্রদান উৎসব করা হয়. অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ জগন্নাথ সরকার,রানাঘাট উত্তরপূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন দিলীপ মুহুরী সহ অন্যান্য নেতৃত্ব.
Comments
Post a Comment