হিন্দু জাগরণ মঞ্চ ও সীমান্ত চেতনা মঞ্চের পক্ষ থেকে বনগাঁয় বিক্ষোভ মিছিল

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, - আজ বনগাঁয় হিন্দু জাগরণ মঞ্চ ও সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল.
মিছিলে সনাতন ধর্মের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে.
 জাগরণ মঞ্চের নেতৃত্ব রাজিব গোস্বামী বলেন, নোয়াখালীর ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের উপর পরিকল্পনা করে  অত্যাচার করা হচ্ছে. হিন্দুদের বাড়িঘর সম্পত্তি লুট করা হচ্ছে. হিন্দু তীর্থস্থান ও উপাসনা স্থানগুলি ভেঙে গুঁড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে. আর প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল. বনগাঁর হিন্দু নাগরিক সমাজ  স্বতঃস্ফূর্তভাবে আজকের মিছিলেে অংশগ্রহণ করে.

Comments