সুমন দে, গোবরডাঙ্গা, স্বচ্ছ বার্তা -গতকাল বিকালে গোবরডাঙ্গায় সচেতন হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে মোমবাতি হাতে মৌন মিছিল করা হয়. বাংলাদেশে হিন্দু মানুষের উপর অত্যাচার, ধর্ষণ, খুন, লুটপাট ও মঠ -মন্দির ভেঙে ফেলার প্রতিবাদে গতকাল এই মিছিল করেন গোবরডাঙ্গার সোনাতন ধর্মের মানুষরা. মিছিলে পা মেলাতে দেখা গেল বাচ্ছা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, নেতা থেকে অভিনেতা, বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ. তবে অপর্ণা সেন বা চিত্রশিল্পী শোভাপ্রসন্ন নয়.
মিছিলে অংশগ্রহণকারী গোবরডাঙ্গার বাসিন্দা পলাশ অধিকারী বলেন, বাংলাদেশের 52 টি জেলা জুড়েই হিন্ধুদের অত্যাচার করা হচ্ছে. পরিকল্পনা করেই এসব করা হচ্ছে. হিন্দুদের বাড়ী ঘর লুটপাট করা হচ্ছে. তিনি আরো বলেন, হয়তো বাংলাদেশে আর কোনো মঠ - মন্দির অবশিষ্ট নেই. তালিবানি শাসন চলছে বাংলাদেশে.
এখানকার বাসিন্দা স্বয়ংসেবক, অরুন দেবনাথ বলেন, বাংলাদেশে হিন্ধুদের উপর আক্রমণ বন্ধ নাহলে আমরা কিন্ত বসে থাকবো না. চুরি পরে বসে নেই আমরা. ভারতে যদি এই একই রকম অবস্থা শুরু হয় সামলাতে পারবেতে পারবে তো বাংলাদেশ.
মৌন মিছিলে প্ল্যাকার্ড হাতে প্রায় 150 জন মানুষের উপস্তিতি লক্ষ্য করা গেছে.
Comments
Post a Comment