গঙ্গার ঘাটে তর্পণ করলেন সাংসদ লকেট চ্যাটার্জি

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের  সূচনায় গঙ্গার ঘাটে তর্পণ করলেন সাংসদ লকেট চ্যাটার্জি. রাজ্যের মানুষের কল্যাণে তার তর্পণ করা.বাংলার মানুষের সুখ  শান্তিতে থাকতেে পারে তাই তর্পন করা. এমনিতেই তিনিই সাধক রামকৃষ্ণের বংশধর.

Comments