শুভকল্যাণ বিশ্বাস,স্বচ্ছ বার্তা - আজ রাজ্য তপশিলি মোর্চার পক্ষ থেকে রাজ্য তপশিলি মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বর উপস্থিতিতে বিজেপি রাজ্য অফিসে বিজায়া সম্মেলন অনুষ্ঠিত হয়. বিজয়ের সম্মিলিত উপস্থিত ছিলেন রাজ্য মোর্চার কমিটি সমস্ত পদাধিকারী. জেলা এসসি মোর্চার সভাপতি অন্যান্য রাজ্য নেতৃত্ব.
বিজয়া সম্মেলনেে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তপশিলি মোর্চা সহ-সভাপতি জগদীশ সরকার বলে, আমরা এপার বাংলার হিন্দুরা বিজয়া সম্মিলনী করছি,, কিন্তু আমাদের মনে রাখতেে হবে , আমাদের ওপার বাংলার ভাইরা বড়় কষ্টে আছে. প্রতিদিন তাদের সম্পত্তি বাড়িঘর ঘর লুটপাট হচ্ছে, খুন ধর্ষণ করা হচ্ছে. মন্দিরগুধ্বংস করা হচ্ছে. সেটাও আমাদের নজরে রাখতে হবে.

Comments
Post a Comment