বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে দুঃস্থদের বস্ত্র বিতরণ

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বারাসাত -
 আজ পঞ্চমী সন্ধায় বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে কয়েকশো দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হোলো. এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা সভাপতি শংকর চ্যাটার্জী, জেলার পর্যবেক্ষক   রিতেশ তেওয়ারি,     জোন পর্যবেক্ষষক বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ আরো অনেকে.
 জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জী  বলেন, করোনা মহামারীর মধ্যে মানুষ কাজ হারিয়ে বসেছে. তাঁদের সন্তানদের মুখে দুই বেলা খাবার তুলে দেওয়ার ক্ষমতা টুকুও নেই.
এমন কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে. দান করার ক্ষমতা আমাদের নেই. আমরা শুধু পাশে দাঁড়াতে চেষ্টা করছি মাত্র.

Comments