শুভকল্যান বিশ্বাস, বনগাঁ, স্বচ্ছ বার্তা -আজ বনগাঁ পেট্রাপোলে রাষ্ট্রীয় সংঘতির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিলো. হাজার হাজার সোনাতন ধর্মের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিক্ষোভ মিছিলে.
মিছিল শুরু হয়েছিল বাটারমোর থেকে. বিক্ষোভ সমাবেশের মঞ্চ পেট্রাপোলে সীমান্তে গিয়ে মিছিল শেষ হয়.
সভামঞ্চে উপস্থিত হিন্দু নেতা দিবাকর বাবু বলেন, সেকুলার বুদ্ধিজীবিরা কোথায়. তারা কেন রাস্তায় নামছে না. কোনো মুসলিম এর কিছু হলে তো রাস্তায় মোমবাতি নিয়ে মিছিলে বেরিয়ে পড়েন.
বাংলাদেশে শিশুদের কেও ধর্ষণ করে মেরে ফেলছে জেহাদী মৌলবাদীরা. এদের কোনো প্রতিক্রিয়া নেই কেন?
Comments
Post a Comment