বাপী মিস্ত্রী, স্বচ্ছ বার্তা, হাবরা - পঞ্চমীর দিন থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে তার প্রতিবাদে সারা বিশ্বজুড়ে ইসকন তাদের প্রতিবাদ কর্মসূচি বজায় রেখেছে. বিভিন্ন দেশে বাংলাদেশের ঘটনা নিয়ে উত্তাল হয়ে চলেছে সারা বিশ্ব.
কিন্তু বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনো রকম মন্তব্য বা প্রতিক্রিয়া দেয়নি. উল্টে প্রতিবাদ মিছিল করতে গেলে বাধা সৃষ্টি করছে পুলিশ দিয়ে. বারাসাতে হিন্দু সনাতন ধর্মের মানুষ প্রতিবাদ মিছিল করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়.
হাওড়ায় বিজেপির তরফ থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছিল সন্ধ্যার দিকে.
সনাতনী হিন্দু সমাজ এক হও
আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে মা দুর্গার প্রতিমা,মণ্ডপ ভাঙচুর এবং হিন্দু হত্যার,ধর্ষনের প্রতিবাদে ও নিম্ন রুচিসম্পন্ন মানসিকতার মুসলিম মৌলবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখি.বিশ্বহিন্দু পরিষদ হাবড়া নগরের পক্ষ থেকে জাতি-বর্ণ নির্বিশেষে সকল হিন্দু মিলিতভাবে করোনা বিধিকে মাথায় রেখে শান্তিপূর্ণ মিছিলের মধ্যদিয়ে উত্তর 24 পরগনার হাবড়ায় 1 নং রেলগেট হইতে নগরউখরা মোর হয়ে হাবড়া স্টেশন পর্যন্ত এক বিক্ষোভ মিছিল সংগঠিত করলাম.
আমরা হাসিনা সরকারের কাছে দাবি রাখি অবিলম্বে হিন্দুদের নিরাপত্তা চালু করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক.
এবং হিন্দুদের বাড়িঘর পুনঃ নির্মাণ করে দেওয়া হোক. যে সমস্ত মন্দির ভেঙে চুরে পুড়িয়ে দেয়া হয়েছে তারও পুনর্নির্মাণ করা হোক.
Comments
Post a Comment