শুভকল্যাণ বিশ্বাস, কাটোয়া, স্বচ্ছ বার্তা - গতকাল কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়. নোয়াখালীর দুর্গাপূজার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছে সেদেশের 52 টি জেলা জুড়ে. হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে. হিন্দুদের মঠ মন্দির, উপসনার স্থানগুলোকে ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হচ্ছে.
মিছিলে প্রায় 200 মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে. মিছিলে উপস্থিত ছিলেন জেলার সভাপতি সহ বিভিন্ন নেতৃত্ব .
মিছিলে পা মেলাতে দেখা যায় রাজ্য ওবিসি মোর্চার সম্পাদিকা বিনীতা বড়ালকে.
তিনি বলেন, হিন্দুদের উপর যে অমানবিক অত্যাচার শুরু করেছে জিহাদি মৌলবিরা তার প্রতিবাদ জানাতেই আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছে.
Comments
Post a Comment