(করোনা থিম ) শিল্পীর অনবদ্য সৃষ্টি. পাথুরিয়া গ্রামবাসী বৃন্দ মিলে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে . দেখে নিন কেন অন্যবদ্য হলো এই করোনা থিম.

শুভকল্যান বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বাগদা -
 বাগদা বিধানসভার পাথুরিয়া গ্রামবাসী বৃন্দের দুর্গা পূজোর থিম হলো @ করোনা ভাইরাস. সেই থিমকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে শিল্পী. চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব হয়ে উঠবে.
 এই করোনা মহামারীর মধ্যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে. এই দুর্বিসহ জীবনে দূর্গা উৎসব মানুষকে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা করে দিয়েছে. 5 দিন মানুষ একঘেয়ে জীবনের থেকে মুক্তি পাবে.
যদিও কোন পূজা মন্ডপের সেভাবে দর্শনার্থীদের মাক্স ব্যবহার করতে দেখা যাচ্ছে না বা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না. যদিও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবুও নিয়ন্ত্রণের বাইরে যেতে সময় লাগবে না. তাই সর্তকতা অবলম্বন করা সকলের প্রয়োজন.
 পাথুরিয়া গ্রামবাসী বৃন্দের পূজামণ্ডপের প্রতিমা নিম কাঠের তৈরি. কৃষ্ণনগরের শিল্পী এই দুর্গা প্রতিমা তৈরি করেছেন. দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে প্রতিমা তৈরি করতে বলে জানান প্রতি পূজা কমিটির সম্পাদক মিহির বিশ্বাস.

Comments