বিশ্ববাংলা শারদ সম্মান কেন পেল বাগদা বিধানসভার সিন্দ্রানি ব্যবসায়ী সমিতির দুর্গাপূজা. কারন গুলি জানেন কি?

শুভকল্যাণ বিশ্বাস, বাগদা, স্বচ্ছ বার্তা -
করোনা মহামারী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কে থামিয়ে রাখতে পারেনি. শহরকে টিক্কা দিয়েছে এবার মফস্বলের গ্রামের পুজো গুলি. উত্তর 24 পরগনা জেলার মধ্যে প্রথম পুরস্কার পেল বিশ্ববাংলা শারদ সম্মান 2021 সিন্দ্রানি ব্যবসায়ী সমিতির পুজো কমিটি.
 বাগদা বিধানসভার মধ্যে হেলেঞ্চা কালী পূজার জন্য বিখ্যাত. কিন্তু এবার বাগদা বিধানসভার বিভিন্ন প্রান্তের পূজা বনগাঁ শহরের পুজো কে টেক্কা দিতে পেরেছে বলে মনে করছে দর্শনার্থীরা.
 সিন্দ্রানি ব্যবসায়ী সমিতির পূজার থিম ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ. কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠ এমন সুন্দর ভাবে সাজিয়েছে দশটা হাতির পিঠে চড়ে রুদ্ধ করছে পাণ্ডব এবং কৌরবরা.এই থিম জেলার মধ্যে প্রথম হয়েছে. বিশ্ববাংলা শারদ সম্মান 2021 পেয়েছে সিন্দ্রানি ব্যবসায়ী সমিতি.

 অন্যদিকে পাথুরিয়া গ্রামবাসীবৃন্দ খুব সুন্দর ভাবে করোনা থিম সাজিয়েছে. নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এভাবেও সাজানো যায় কোনো থিমকে.
এখানে দূর্গা প্রতিমা বানানো হয়েছে নিম কাঠ দিয়ে. যেটা কৃষ্ণনগরের শিল্পী বানিয়েছে.
 এদিকে বাগদা বিধানসভার চরমন্ডল হাই স্কুলের মাঠে খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে এখানকার কর্তৃপক্ষ.
 এক কথায় বলতে হয় বাগদা বিধানসভার এবারের দুর্গা পুজো বনগাঁ শহর কে টেক্কা দিতে পেরেছে. তাইতো শারদ সম্মান 2021 বাগদা পেয়ে গেছে.

Comments