বনগাঁ রেটপাড়া মোড়ে শারদ উৎসবে বিজেপির বুক স্টল বনগাঁ পৌর মন্ডল উত্তরের উদ্যোগে.

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বনগাঁ -
 শারদ উৎসব 2021 বনগাঁ বিজেপি পৌর মন্ডল উত্তরের পক্ষ থেকে বুক স্টল দেখা যায় রেট পাড়া মোর এলাকায়.বনগাঁ পৌর মন্ডল উত্তরের সাধারণ সম্পাদক গোবিন্দ ভট্টাচার্যের উদ্যোগে এই বুক স্টল করা হয়.
বুক স্টলে দেখা যায় BMS এর পেট্রাপোল লোডিং আনলোডিং ঠিকা শ্রমিক সংঘ এর সভাপতি অরুনাভ পোদ্দার, জেলা যুব মোর্চার সহ সভাপতি গোবিন্দ বিশ্বাস, BMS বনগাঁ বিধানসভার সাধারণ সম্পাদক গৌতম মন্ডল, বনগাঁ বিধানসভার সভাপতি সুভাষ সাধুখাঁ সহ আরো অনেকে.

Comments