সুমন বারুই, স্বচ্ছ বার্তা, স্বরূপনগর -
অষ্টমীর রাতে স্বরূপনগর বিধানসভার স্বরূপনগর পশ্চিম মন্ডলের তেঁপুল মির্জাপুর পঞ্চায়েতের মেদিয়া বাজারে গভীররাতে বিজেপির বুক স্টলে আগুন ধরিয়ে দিলো একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা. আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এই বুক স্টল টি.এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই বুক স্টলটি পুড়ে যাওয়া কেন্দ্র করে. বিজেপির পক্ষ থেকে জানানো হয় বিগত 30 বছর ধরে মেদিয়া়া বাজারে মন্দিরের সামনে বট গাছের তলায় দুর্গাপূজার সময় বুক স্টল করে আসছে বিজেপি.
স্বরূপনগর বিধানসভা কনভেনার বর্ষিয়ান দীর্ঘদিন বিজেপির নেতৃত্ব সন্তোষ মন্ডল জানান, বিগত 12 বছর ধরে এখানে দুর্গাপূজার সময়় হলে বুক স্টল করে আসছি. অতীতে এমন কোন ঘটনা ঘটতে দেখা যায়নি. প্রশাসনের কাছে অনুরোধ করব এই ঘটনার সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা. দুষ্কৃতীদের জানা উচিত এই ভাবে বিজেপিকে আটকানো যাবে না.

ঘটনা প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে ভোট-পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন স্বরূপনগর বিধানসভায় বিজেপি প্রার্থী বৃন্দাবন সরকার. সরুপনগর বিধানসভার বিজেপি প্রার্থী তিনি জানান, তার বাড়ির মধ্যে একটি কাঁচা ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল. সে বিষয়ে কোনো রকমের পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানা যায়নি. আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো দোষীদের প্রকৃতি ও শাস্তির ব্যবস্থা করা হোক.
Comments
Post a Comment