শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - আজ রানী রাসমনী রোডে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়.
বাংলাদেশের নোয়াখালী দুর্গাপুজো কে কেন্দ্র করে সে দেশে হিন্দুদের উপর যে অমানবিক অত্যাচার শুরু করেছে জেহাদী মৌলবাদীরা তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়েই চলছে বিক্ষোভ প্রতিবাদ মিছিল. প্রতিকূল আবহাওয়া কে উপেক্ষা করে আজ ধর্মতলা রানী রাসমণি রোডে বিশ্ব হিন্দু পরিষদের সমাবেশ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ হিসেবে উপস্থিত হয়.
হাজার হাজার মানুষ বাসে ট্রেনে করে ছাতা মাথায় দিয়ে মিছিলে যোগদান করছে.
রাজ্য তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার বলেন, বাংলাদেশে যে সমস্ত হিন্দু বসবাস করে তার বেশিরভাগই পিছিয়ে পড়া সমাজের মানুষ. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পিছিয়ে পড়া সমাজের মানুষরা যোগদান করেছিল বেশি. আজকে তাদের করুণ পরিণতি দেখে কষ্ট হচ্ছে আমাদের এপার বাংলা হিন্দুদের. আমাদের আত্মীয় স্বজনেরা এখনো বাংলাদেশ আছে.
তাদের বাড়িঘর সম্পত্তি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে. হিন্দুদের উপসনার স্থানগুলি একে একে ধ্বংস করে ফেলা হচ্ছে. এমনকি রামকৃষ্ণ মঠ ও কন মন্দির কেও ছাড় দেয়নি জেহাদী মৌলবাদীরা. পরিকল্পনা করেই হিন্দুদের তীর্থস্থান গুলি নষ্ট করে ফেলা হচ্ছে.
তাইতো ওপার বাংলা হিন্দুদের বার্তা দিতে আমরা তাদের পাশে আছি সেটা জানানোর জন্যই আজকে আমাদের রাজপথে সমাবেশ.
যদিও পশ্চিমবাংলার কিছু সেকুলার হিন্দু বাংলাদেশের হিন্দু অত্যাচারের ঘটনা গুলিকে লঘু করে দেখানোর চেষ্টা করছে. কিন্তু তারা বাংলাদেশী হিন্দুদের পাশে সরাসরি দেখাতে চাইছে না. এটাই তাদের দ্বিচারিতা.
Comments
Post a Comment