সুমন দে, স্বরূপনগর, স্বচ্ছ বার্তা - অষ্টমীর রাতের বিজেপির বুক স্টল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় . এখনো দুষ্কৃতীরা অধরা সেই ভষ্মিভূত স্টলে বসেই বিজেপির কার্য কর্তারা বই বিক্রি করে চলেছেন. আজ এই বুক স্টলে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুর. শান্তনু ঠাকুর বলেন, পরিকল্পনাাা করেই আমাদের বুক স্টটরে আগুন লাগানো হয়েেছে. এটা কোন নিছক দুর্ঘটনা নয়. এর পিছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে. নানাভাবে বিজেপি কে আটকানোর চেষ্টা চলছেে. আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও দুষ্কৃতীরা এখনো অধরা.
Comments
Post a Comment