বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে হাবড়া সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল

বাপী মিস্ত্রী, হাবড়া, স্বচ্ছ বার্তা - নোয়াখালীর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশী হিন্দুদের উপর যে অত্যাচার করছে 
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ.
মা দুর্গার প্রতিমা,মণ্ডপ ভাঙচুর এবং হিন্দু হত্যার প্রতিবাদে ও নিম্ন রুচিসম্পন্ন মানসিকতার মৌলবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৮-ই অক্টবর অর্থাৎ আজ জাতি-বর্ণ নির্বিশেষে সকল হিন্দু মিলিতভাবে করোনা বিধিকে মাথায় রেখে মোমবাতি হাতে শান্তিপূর্ণ মৌন মিছিলের মধ্যদিয়ে উত্তর 24 পরগনার হাবড়ায় 1 নং রেলগেট হইতে হাবড়া স্টেশন পর্যন্ত এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।।
মিছিলে প্রায় 300 মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে.
মিছিলে অংশগ্রহণকারী  একজন হাবরা নাগরিক শান্তনু সরকার বলেন, বাংলাদেশের ভাবা উচিত বাংলাদেশের যত হিন্দু বাস করে তার কয়েকগুণ মুসলিম ভারতে বসবাস করে. মুসলিমরা তাদের ধর্ম-কর্ম নিরাপদে করছে এখানে বসে. আর বাংলাদেশ আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় আচার বিধি তে বাধা সৃষ্টি করা হচ্ছে. বাংলাদেশের হিন্দুদের  কোন ধর্মীয় স্বাধীনতা নেই.  জেহাদীরা মৌলবীরা ফতোয়া জারি করে হিন্দুদের বাড়িঘর সম্পত্তি লুটপাট করছে. তাদের উপাসনার স্থানগুলো ধ্বংস করে দেয়া হচ্ছে.
 বাংলাদেশে হিন্দুদের বার্তা দেওয়ার জন্যই আজকে আমাদের এই মোমবাতি হাতে মৌন মিছিল. আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি এই বার্তাটা আমরা বাংলাদেশে হিন্দুদের দিতে চাই.

Comments