দীপাবলি উপলক্ষে রাম জন্মভূমি অযোধ্যা সেজে উঠেছে

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - অযোধ্যা রাম জন্মভূমি কে দীপাবলি উপলক্ষে আলোকে রঞ্জিত করে তুলেছে যোগী সরকার. আলোর বিচ্ছুরণ চারিদিকেে ছড়িয়ে পড়েছে. এক অভূতপূর্ব দৃশ্য আপনার চোখ কৃতিত্ব দিতে পারে. দীপাবলি প্রাক্কালে এমন সুন্দদর ভাবে আলোকসজ্জা অযোধ্যাা বাসী এর আগে কখনো দেখেনি.

Comments