শান্তিপুর উপনির্বাচনে নিরঞ্জন বিশ্বাস এর সমর্থনে বাড়ী বাড়ী প্রচারে বিধায়ক অসীম বিশ্বাস

পিঙ্কি চ্যাটার্জী, স্বচ্ছ বার্তা, নদীয়া - আজ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস শান্তিপুর উপনির্বাচনের দলীয় প্রাথী নিরঞ্জন বিশ্বাস এর সমর্থনে বাড়ী বাড়ী প্রচার করলেন.
শান্তিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় নিরঞ্জন বিশ্বাস এর নামের নমুনা ব্যালট পেপার বিলি ও প্রচার সারলেন.
মানুষের মাঝে গিয়ে তিনি প্রচার করলেন. যদিও প্রাথী ছিলেন না.
কিন্ত প্রাথীর সমর্থনে একাধিক রাজ্য নেতা প্রচার করেছেন.
এদিন প্রচারে অসীম বিশ্বাসের সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি আশুতোষ তরফদার.

Comments