শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, বনগাঁ - বনগাঁর বুকে সম্ভবত প্রথম পা রাখলেন তৃণমূলের রঙিন চরিত্র কামারহাটির বিধায়ক মদন মিত্র. আজ তিনি বনগাঁ শিমুলতলা ও আয়রন গেট পূজার উদ্বোধন করতে আসলেন. মদন মিত্র বনগাঁ আসার জন্য যিনি সর্বপ্রকার চেষ্টা করেছেন তিনি শংকর বাবু. মদনবাবু সর্বদা নিজেই নিজের উপমা সৃষ্টি করে চলেছেন. এই বয়সে এসেও তিনি টলিউডের নায়িকাদের কাছে প্রিয়. টলিউড সিনেমার নায়ক নায়িকারা এমন কেউ নেই যিনি মদন মিত্র এর সঙ্গে সংযোগ রাখেন না. সে তিনি বিজেপি বা সিপিএম করুক.
Comments
Post a Comment