হাবরা পৌর মন্ডল দক্ষিনের পক্ষ থেকে মোমবাতি মিছিল

শুভকল্যাণ বিশ্বাস, হাবরা, স্বচ্ছ বার্তা -আজ বারাসাত সাংগঠনিক জেলার হাবরা পৌর মন্ডল দক্ষিণ এর পক্ষ থেকে ধিক্কার মোমবাতি মৌন মিছিল করা হয়.
দূর্গা পূজার সময় বাংলাদেশী হিন্দুদের কাছে এক অন্ধকার অধ্যায় হয়ে উঠেছে. সারা বিশ্বের মানুষ ছি ছি করছে বাংলাদেশের প্রশাসনকে. যেখানে বিশ্বের মানুষ বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ দেশ হিসাবে দেখতেন. এখন সেই সমস্ত মানুষ পাকিস্তান ও আফগানিস্তান সঙ্গে এক আসনে বাংলাদেশ কে বসাবে.

Comments