পিংকি চ্যাটার্জী, নদীয়া, স্বচ্ছ বার্তা -
পঞ্চমীর দিন থেকে বাংলাদেশে হিন্দুদের উপর এখনো পর্যন্ত যে পরিমাণ অমানবিক অত্যাচার শুরু হয়েছে জিহাদি মৌলবাদী শক্তির দ্বারা তার প্রতিবাদে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় একাধিক বিক্ষোভ মিছিল লক্ষ্য করা গেছে বিদা বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে.
আজ দত্তপুলিয়া পঞ্চায়েতের বড়বড়িয়া বাজার থেকে দত্তপুলিয়া বাজার পর্যন্ত এক বিক্ষোভ মিছিল লক্ষ্য করা গেছে. ZP 39 মন্ডল সভাপতি জয় ঘোষ এর উদ্যোগে এদিনের এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল.
মিছিলের অগ্রভাগে ছিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস, বিধানসভার কনভেনার অটল ঘোষ, মন্ডল সভাপতি জয় ঘোষ, দিলীপ মুহুরী এবং মন্ডলের অন্যান্য কার্যকর্তা.
বিধায়ক অসীম বিশ্বাস বলেন, বাংলাদেশের নোয়াখালী দুর্গাপুজো কে কেন্দ্র করে যেভাবেই হিন্দুদের উপর বাংলাদেশ অত্যাচার শুরু হয়েছে সেটা কখনো আমরা কল্পনা করতে পারিনি. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বড় অত্যাচার এর আগে কখনো হিন্দুদের দেখতে হয়নি. বাংলাদেশের প্রায় 52 টি জেলা জুড়ে হিন্দুদের উপর অত্যাচার চলছে তাদের সম্পত্তির লুটপাট করা হচ্ছে হিন্দু তীর্থস্থান এবং উপাসনা স্থানগুলি ভেঙেচুরে ঘুরিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে. আমরা হাসিনা সরকারের কাছে দাবি রাখে অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হোক. না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব.
বিধানসভার কনভেনার অটল ঘোষ বলেন, বাংলাদেশের জেহাদী মৌলভীরা পরিকল্পনা করে হিন্দুদের উপর আক্রমণ করছে. তাদের পিছনে পাকিস্তানি আইএসআইয়ের হাত আছে. ভারতের হিন্দুরা চুপ করে বসে নেই তারাও প্রতিবাদের ঝড় তুলবে আগামীদিনে. কিন্তু আমার অবাক লাগে রাজ্যের শাসক দলের তরফে কোন নেতা মন্ত্রী এ বিষয়ে এমন কোনো বিবৃতি দেন নি যাতে ওপার বাংলার হিন্দুরা আশ্বস্ত হন.
Comments
Post a Comment