ত্রিপুরার সোনামুড়া মহকুমার মেলাঘরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ মিছিল.

দীপক বর্মন, স্বচ্ছ বার্তা, ত্রিপুরা - আজ ত্রিপুরা সোনামুড়া মহকুমার মেলাঘরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বাংলাদেশী হিন্দুদের উপর মৌলবাদীদের আক্রমণ এর পরিপ্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ মিছিল
 মিছিলে  হাজার দুই মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে.  মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন ত্রিপুরা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন. কিশোর  বর্মন বলেন, বাংলাদেশের নোয়াখালী দুর্গাপুজো কে কেন্দ্র করে  সে দেশে হিন্দুদের উপর যে অমানবিক আক্রমণ শুরু করেছে জেহাদীরা তার প্রতিবাদে আজকের এই মিছিল.

Comments