বাংলাদেশের দূর্গা মন্দির ভাঙচুর ও হিন্ধুদের অত্যাচারের বিরুদ্ধে পুরুলিয়া বিজেপির বিক্ষোভ মিছিল পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে.

অনুপ কুমার রায়, স্বচ্ছ বার্তা, পুরুলিয়া - বাংলা দেশে গত কয়েক দিনে কয়েক হাজার হিন্ধু মঠ মন্দির ধ্বংস করা হয়েছে. তার প্রতিবাদে আজকে পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয় পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড এ. এই বৃষ্টির মধ্যেও এপার বাংলার হিন্দুরা যে ওপার বাংলাার হিন্দুদের পাশে আছে তার প্রমান দিল পুরুলিয়া জেলার বিজেপির নেতৃত্ব. বৃষ্টির মধ্যে ছাাতা মাথায় দিয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করে. বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন ,  অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে ভারতের হিন্দুরা  কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে.

Comments