রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারীর উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান.

পিঙ্কি ব্যানার্জী, স্বচ্ছ বার্তা,নদীয়া,
 শারদ উৎসব উপলক্ষে, রানাঘাট দক্ষিণ বিধানসভা বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারীর উদ্যোগে দুস্থ গ্রামবাসীদের বস্ত্র বিতরণ করা হয়.প্রায় 200 মানুষকে বস্ত্র বিতরণ করা হয়. এই বস্ত্রর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার সভাপতি অমিতোষ বসু, ও তপশিলি মোর্চার সহ সভাপতি সুুুভাষ বিশ্বাস সহ আরো অনেকে.
 তফসিলি মোর্চার সভাপতি অমিতেশ বাবু বলেন, ডাক্তার বাবু গরীব মানুষের কাছে ভগবানের মতো. অনেক গরীব মানুষ ডাক্তার বাবুর কাছে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করে আসে.

Comments