মহাঅষ্টমীতে প্রধানমন্ত্রী ন্যাশনাল গতিশক্তি মাস্টার প্লান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী.
শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
মহাঅষ্টমীর দিন শক্তির আরাধনা করেন হিন্দু মানুষেরা. আর এইদিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্লান.
প্রধানমন্ত্রী প্রকল্প উদ্বোধন করতে গিয়ে বলেন, আজকের ভারত প্রগতির জন্য কাজ করছে. তিনি আরো বলেন,ফিল ফর প্রগ্রেস, ওয়ার্ক ফর প্রগ্রেস, ওয়েলথ ফর প্রগ্রেস, প্লান ফর প্রগ্রেস, প্রেফারেন্স ফর প্রগ্রেস এই এই মঞ্চে বিশ্বাসী হয়ে ভারতে গিয়ে চললে আগামী 25 বছরের মধ্যে ভারত বিশ্বের শ্রেষ্ঠ তম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে.
তাইতো দেশের প্রগতিকে গতি আনতে চালু হলো প্রধানমন্ত্রী ন্যাশনাল গতিশক্তি মাস্টারপ্ল্যান.
Comments
Post a Comment