দুর্গাপূজায় মতুয়া রুরাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে বস্ত্র দান গাইঘাটায়

শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা, গাইঘাটা -
 দুর্গাপূজা উপলক্ষে আজ গাইঘাটা বিধানসভার মণ্ডলপাড়ায় মতুয়া রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুস্থ গ্রামবাসীদের বস্ত্র বিতরণ করা হয়. প্রায় 200 জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয়. বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইঘাটা বিধানসভার বিধায়ক  ও মতুয়া মহাসঙ্ঘের সংঘাধীপ্রতি সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া, মতুয়া  ভঞ্জন গোসাই সহ আরো অনেকে.
 ফাউন্ডেশনের কর্ণধর ডাক্তার সুখেন্দ্র গাইন, জানান  আমাদের ফাউন্ডেশন সারাবছর সামাজিক কাজ কর্ম করে থাকে.
 সারা বছরই বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবির করা হয়ে থাকে.

Comments