জাঙ্গিপাড়া স্বচ্ছতা অভিযান কিষান মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি রামকৃষ্ণ পালের

বিপুল ব্যানার্জী, জাঙ্গিপাড়া, স্বচ্ছ বার্তা -
 গান্ধীজীর 152 তম জন্মদিন উপলক্ষে জাঙ্গিপাড়া বাজারে স্বচ্ছতা অভিযান হোলো কিষান মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল এর নেতৃত্বে.
 বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার স্বচ্ছতা অভিযান করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিমতলায়. সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায়় স্বচ্ছতা অভিযান করা হয় বিজেপির পক্ষ থেকে.
রামকৃষ্ণ পাল বলেন,শুধু ময়লা আবর্জনা পরিষ্কার করলেই স্বচ্ছতা অভিযান করা সম্ভব না. মানুষের মনের ময়লা আবর্জনা যতক্ষণ না পর্যন্ত দূর হচ্ছে  ততদিন স্বচ্ছ ভারত সম্ভব নয়. প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে সমাজের সব স্তরে থেকে স্বচ্ছ ভারত নির্মাণ করার জন্য. তবেই স্বচ্ছ ভারতের স্বপ্ন সার্থক হবে. সব সাংগঠনিক জেলায় স্বচ্ছতা বিজেপির  পক্ষ থেকে স্বচ্ছতা অভিযান করতে দেখা গেল. এদিন বারাসাতে স্বচ্ছতা অভিযানে দেখা গেল রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু  ব্যানার্জিকে.

Comments