দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বারাসাত থানার আইসি মারফত প্রধানমন্ত্রীর নিকট ৫১৩ জনের সই সম্বলিত স্মারকলিপি প্রদান বিজেপির.

ধীমান কুন্ডু,স্বচ্ছ বার্তা, বারাসাত - বাংলাদেশের হিন্দু হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল হচ্ছে হিন্দু জাগরণ  মঞ্চ,  বিশ্ব হিন্দু পরিষদ 
ও বিভিন্ন হিন্দু সংগঠনের তরফ থেকে.
 বিজেপির পক্ষ থেকেও বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল শুরু হয়েছে.
 প্রতিবাদ মিছিলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এমন ঘটনাও ঘটেছে বারাসাতে.
 গতকাল বারাসাতের বর্ষিয়ান বিজেপি নেতা তাপস মিত্র এর  নেতৃত্বের বারাসাত থানায় একটি513 স্বাক্ষর সম্বলিত  স্মারকলিপি জমা দেয়া হয়  বারাসাত থানার আইসির কাছে.
বাংলাদেশে হিন্দু মন্দির ভাংচুর, মহিলাদের ধর্ষণ,একাধিক হিন্দু হত্যা এই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং বাংলাদেশ সরকার এই বেদনাদায়ক ঘটনায় জড়িতদের  উপযুক্তদের দোষীদের দৃষ্টান্তমূলক  শাস্তির জন্য দাবীতে আজকে  বারাসাত থানার ইন্সপেক্টর ইনচার্জ এর মারফত প্রধানমন্ত্রীর নিকট ৫১৩ জনের সই সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

Comments