দুর্গাপূজার 5 দিন আবহাওয়া কেমন থাকবে, অষ্টমী নবমী রাতের আকাশ পরিষ্কার থাকবে কি আবহাওয়া দপ্তর কি বলছে?
শুভকল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -
বিগত দশ বছরের মধ্যে এত বৃষ্টি হতে দেখা যায়নি আবহাওয়া দপ্তরের সংবাদ সূত্রে জানা যাচ্ছে. কিন্তু পূজার আগে মহালয়ার রাতেও বাংলার আকাশে মেঘ ঘনিয়ে এসেছিলো.তাই দুর্গাপুজোর দর্শনার্থীরা চিন্তায় আছে তারা ঠিক ভাবে পুজো দেখতে পারবে কিনা. করোনা মহামারী মানুষকে চিন্তায় রাখলেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় রাস্তায় বেরিয়ে প্রতিমা দর্শন থেকে কোন কেউ আটকাতে পারবেনা. গতবছর করোনা মহামারীর প্রকোপ প্রচন্ডভাবে থাকলেও পূজার আনন্দ থেকে মানুষকে বিরত রাখতে পারেনি.
এবারের দূর্গাপূজায় করোনার পাশাপাশি ও বৃষ্টি কথাও মাথায় রাখতে হচ্ছে.
আগামী 24 শে আশ্বিন ইংরাজী 11 অক্টোবর মহাষষ্ঠী. এদিন সকালে আকাশ খুব পরিষ্কার থাকবে. দুপুরে আর্দ্রতার কারণে প্রচন্ড গরম পড়ার সম্ভাবনা আছে. বিকালের দিকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানা যাচ্ছে. কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাতে.কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে.
25 শে আশ্বিন ইংরাজী 12 ই অক্টোবর মঙ্গলবার মহাসপ্তমী.এই দিন সকালে কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে. দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে. তবে দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তন ঘটে বিকালের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে কলকাতাসহ উত্তরবঙ্গও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে.
26 আশ্বিন 13 ই অক্টোবর বুধবার মহা অষ্টমী. এই দিন সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে. দুপুরে সারা বাংলা জুড়ে প্রচন্ড গরম পড়তে পারে. সন্ধ্যার পর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কোথাও বৃষ্টি হবে না. দক্ষিণবঙ্গের হালকা মেঘ বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই.
27 আশ্বিন ইংরেজি 14 অক্টোবর বৃহস্পতিবার মহানবমী. নবমীর সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে. উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশ সকালে পরিষ্কার থাকবে. সারা বাংলা জুড়ে সন্ধ্যার পর পরিষ্কার পরিষ্কার আকাশ দেখা যেতে পারে. কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে.
28 আশ্বিন ইংরেজী 15 ই অক্টোবর শুক্রবার বিজয় দশমী. এদিন সকাল থেকেই হালকা ঠান্ডা পড়তে পারে. দুপুরের দিকে প্রচন্ড গরম পড়বে কলকাতাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে. তবে রাতের দিকে ঠান্ডা পড়তে শুরু করবে বাংলার সমস্ত জেলাগুলিতে. বিজয় দশমী থেকেই বাংলার আকাশে-বাতাসে ঠান্ডা মৃদু হাওয়া বইতে শুরু করবে.
তবে হঠাৎ কোনো নিম্নচাপ সৃষ্টি হলে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে. অনুমান করা যাচ্ছে এবারের পুজোয় মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই.
তবে আবহাওয়া সূত্রে যেটা জানা যাচ্ছে পুজোর 5 দিন দুপুরের দিকে প্রচন্ড আদ্রতার কারণে তাপমাত্রা বেশি থাকবে.
Comments
Post a Comment